• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিশরে বিচারকের গুলিতে প্রেমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আরটিভি অনলাইন

  ০৬ মে ২০১৭, ১৫:৩১

মিশরের কায়রোতে বিচারকের গুলিতে ২৩ বছরের তরুণের মৃত্যু ঘটেছে। নাসের শহরে গেলো মঙ্গলবার এ ঘটনা ঘটে। মৃতের নাম মো'মেন সাদ আঘা।

আঘার প্রেমিকা পোসি নেসার শহরে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় রাস্তায় মেয়েটিকে পথরোধ করেন ওই বিচারক। তিনি প্রশ্ন করেন যে, মেয়েটি কেন ওই ভবনে ঢুকেছিল এবং কার সঙ্গেই বা দেখা করতে গিয়েছিল?

একের পর এক প্রশ্ন করতেই থাকেন বিচারক। কিন্তু মেয়েটি এত প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায়। কারণ অপরিচিত ওই বিচারকের কাছে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নন মেয়েটি। এক পর্যায়ে বিচারক অভিযোগ তোলেন যে মেয়েটি ওই ভবনে ডাকাতির করতে এসেছে।

বিরক্ত হয়ে এ অযাচিত বিড়ম্বনা থেকে মুক্তি পেতে মেয়েটি তার প্রেমিককে খবর দেন। যখন আঘা উপস্থিত হলেন তখন তর্ক শুরু হলো বিচারক আর আঘার মধ্যে। এক পর্যায়ে বিচারক তার পিস্তল বের করে আঘাকে গুলি করেন।

জানা গেছে, বিচারক নিজেই পুলিশের কাছে যান। তিনি জেনারেল প্রসিকিউটর বলে জানা গেছে। তার নাম প্রকাশ করা হয়নি।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh