• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছে

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১৬:০৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দাবানল বেড়েই চলেছে। কয়েকদিনে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। ৪০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল।বিবিসির প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

দাবানলের নাম দেওয়া হয়েছে ‘ব্লু কাট’। ইতোমধ্যে কয়েকশ ঘরবাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া ও নেভাদার মধ্যকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

দাবানলের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে লোকজনকে দৌড়ে পালাতে দেখা গেছে।

হাজারখানেক দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনো কাউন্টির খরায় আক্রান্ত পাহাড়ি গিরিপথে দাবানলের সূত্রপাত। একদিন পরে ওই দাবানল প্রায় ৪৭ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh