• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ায় সন্দেহভাজন ৪ জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১৫:৫৯

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি অ্যাপার্টমেন্টে বিশেষ বাহিনীর অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছেন। রাশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিট এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের সন্ধানে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় বাসায় থাকা সবাইকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে পাল্টা গুলিতে চারজন নিহত হয়।

তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করেছে রাশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিট। তারা হলেন যালিম সেবজুকভ, আস্তেমির সেরিয়েভ এবং ভায়চেস্লভ নাইরব।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, উত্তর ককেশাস অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে। তবে সেন্ট পিটার্সবার্গে সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের খোঁজে এ ধরনের অভিযানের ঘটনা সচরাচর দেখা যায় নি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh