• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় ৪ বছরে ১৮ হাজার বন্দীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১২:১২

সিরিয়ার জেলখানায় গেল চার বছরে ১৮ হাজার বন্দীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যমনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

নিহতদের অধিকাংশই শারীরিক নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। নির্যাতনের শিকার এবং পরে বেঁচে যাওয়া এমন ৬৫ জনের সঙ্গে সাক্ষাতকার শেষে এ তথ্যের সত্যতা পেয়েছে সংস্থাটি।

২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত আটককৃতদের এ নির্যাতন চালানো হয়। এ হিসেবে গড়ে প্রতিদিন দশজনের মৃত্যু হয় বলে উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি অতিশীঘ্রই এ নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে।

অবশ্য সিরিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh