• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘ভাই’ ইজ ফিট অ্যান্ড ফাইন: ছোটা শাকিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০১৭, ১৭:০৮

ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন! এমন একটি খবর গেলো ক’দিন ঘুরপাক খাচ্ছিল গণমাধ্যমগুলোতে। তবে খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে দাউদ সঙ্গী ছোটা শাকিল বলেছেন, ‘ভাই’ ইজ ফিট অ্যান্ড ফাইন।

ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে করাচি থেকে ফোনালাপে শাকিল এ তথ্য জানান।

শাকিল বলেন, আমার কথা শুনেন। আপনার মনে হয় এমন কিছু হয়েছে? ভাই ইজ ফিট অ্যান্ড ফাইন।

এরইমধ্যে গুঞ্জন উঠেছে দাউদের অবর্তমানে শাকিল বাবু মিয়া শেখ বা ছোটা শাকিল হবেন ভারতের আন্ডারওয়ার্ল্ডের সবচে’ বড় ডন।

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি দাউদ।

পাকিস্তানের আরেকটি গণমাধ্যমে বলা হয়েছে, প্যারালাইসিস অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন দাউদ। দাউদকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

তবে সোশ্যাল মিডিয়ার অনেকেই মনে করছেন- সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি হয়েছিলেন দাউদ। সেখানে তার মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেতে পারেনি।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূলহোতা ছিলেন দাউদ ইব্রাহিম, টাইগার মেমন ও ইয়াকুব মেমন। এর মধ্যে ইয়াকুব মেমনকে গেলো বছরে ফাঁসি দিয়েছেন আদালত। তবে দাউদ ও টাইগার এখনও ভারতের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

সে হামলায় ২৫৮ জন নিহত হন। এতে আহত হন প্রায় ৭০০ জন। দাউদের বিরুদ্ধে আল-কায়েদা ও লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গিগোষ্ঠীকে আর্থিকভাবে সহায়তা করারও অভিযোগ আছে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়
ফুটওভার ব্রিজ রেখে প্রাণের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
‘শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি শেখ হাসিনা’
দাউদকান্দিতে ২২ প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ
X
Fresh