• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শ্রমিক বিক্ষোভে উত্তাল ব্রাজিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৭, ১৫:০৬

ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল পুরো ব্রাজিল। সরকারের পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়নগুলো।

রাজধানী ব্রাসিলিয়া, রিও দ্য জেনেইরো, সাও পাওলোসহ বড় বড় শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।

শুক্রবার রিওতে আগুন ধরানো হয়, বাসে ও প্রাইভেট গাড়িতে। ভাঙচুর করা হয়, দোকানপাট। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, বিভিন্ন শহরে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ২০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ধর্মঘট হচ্ছে ব্রাজিলে।

এতে শ্রমিকদের সঙ্গে এক কাতারে নেমে আসেন সরকারি চাকুরীজীবী, ব্যাংকার, শিক্ষক, পরিবহন কর্মচারিসহ বিভিন্ন সামাজিক সংস্থা।

ধর্মঘটে বন্ধ হয়ে যায়, পুরো দেশের শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান। আর্থিক মন্দা কাটাতে সম্প্রতি পেনশন সংস্কারের উদ্যোগ নেন প্রেসিডেন্ট মিশেল তেমের।

শ্রমিকদের আশঙ্কা পেনশনে চিকিৎসাসহ অন্যান্য সুযোগ কমে অনিশ্চিত হবে তাদের ভবিষ্যত।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh