• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরস্কের কাছাকাছি ডুবলো রাশিয়ার যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০১৭, ২০:৪৩

কৃষ্ণ সাগরের ইস্তানবুল উপকূলে অশোত-৭ নামের মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবলো রাশিয়ার নৌবাহিনীর লিমান নামের একটি যুদ্ধজাহাজ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার বসফরাস প্রণালী ৪০ কিলোমিটার উত্তরে দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটির ৭৮ জন কর্মকর্তার সবাইকে উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অশোত-৭’র মালিক কে তা বের করা চেষ্টা অব্যাহত রয়েছে।

তুরস্কের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ শোক জানিয়েছেন।

গেলো ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছিল, জাহাজটি কৃষ্ণসাগরে নাটোর কর্ম তৎপরতা পর্যবেক্ষণ করবে।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh