• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ানের নাম পরিবর্তন করল চীন

অনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল ২০১৭, ০৯:৪৩

এবার তাইওয়ানের নাম পরিবর্তন করল চীন। তাইওয়ানকে চীন তার একটি অভিন্ন অঙ্গরাজ্য বলে মনে করে। এরই অংশ হিসেবে তাইওয়ানের নাম পরিবর্তন করল তারা।

গ্লোবাল টাইমস জানায়, সরকারি চায়না সেন্ট্রাল টেলিভিশন, ২০১৭ এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ১১ এপ্রিল তাইওয়ান’কে ‘ঝাংহুয়া তাইপে’-এর পরিবর্তে ‘ঝাংগুও তাইপে’ বলে উল্লেখ করে৷ ‘ঝাংহুয়া’এবং ‘ঝাংগুও’-দুটির মানেই চীন কিন্তু ঝাংগুও’কে ‘People’s Republic of China’-এর প্রেক্ষাপটে দেখা হয়৷

এ ঘটনার পর ‘Taiwan mainland affairs council’-এর প্রধান ক্যাথরিন চ্যাং এই বিষয়টির তীব্র নিন্দা করেন৷ ক্যাথরিন জানান, তার সরকার এ বিষয়টিকে কখনোই স্বাকীর করে নেবে না৷

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh