• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ এপ্রিল ২০১৭, ১১:৩৯

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে কূটনৈতিক উপায়ে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে মার্কিন প্রশাসন। বুধবার আমেরিকার ১০০ জন সিনেটরকে নিয়ে বিশেষ ব্রিফিংয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কৌশলের ঘোষণা দেন।

এর আগে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ মার্কিন কমান্ডার দক্ষিণ কোরিয়াতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেন। এছাড়া উত্তর কোরিয়া আবারও নতুন কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে, এ নিয়ে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এক যৌথ বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস বলেন, যুক্তরাষ্ট্র কোরিয় উপদ্বীপে স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রত্যাহার চায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, লক্ষ্য অর্জনে আলোচনার জন্য আমরা প্রস্তুত। তবে নিজেদের ও মিত্রদের রক্ষার জন্যও আমাদের প্রস্তুতি রয়েছে। এতে আরো বলা হয়েছে, প্রেসিডেন্টের (ট্রাম্প) লক্ষ্য পারমাণবিক, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও বিস্তার কর্মসূচি বাদ দেয়ার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করা। এ জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করাসহ আমাদের মিত্র ও আঞ্চলিক অংশীদারদের নিয়ে কূটনৈতিক উপায় অবলম্বন করা হবে।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh