• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় গেলে সিল করা হবে বাংলাদেশ সীমান্ত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ এপ্রিল ২০১৭, ১১:২০

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে সীমান্ত সীল করে দেয়া হবে। বললেন দলটির সভাপতি অমিত শাহ।

বুধবার কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজ খুবই উদ্বেগজনক। বাম শাসনের অবসানের পর তৃণমূলে শাসনকালে রাজ্যের কোনো উন্নয়ন হয়নি। সারদা থেকে নারদা-প্রতিটি ঘটনাতেই পরিষ্কার, দুর্নীতি এ রাজ্যে বেড়ে চলেছে।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের ক্রমবর্ধমান দুর্নীতির কারণে সব কারখানা বন্ধ হয়ে গেছে। রাজ্যে এখন শুধুমাত্র বোমা তৈরির কারখানা আছে। জনগণের মানউন্নয়ন ও কর্মসংস্থানের কোনো সুযোগ নেই।

বিজেপি সভাপতি বলেন, জাল নোট পাচারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার জড়িত। কারণ নোট বাতিলের সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব থেকে বেশি বিরোধিতা করেছিল। কিন্তু জাল নোটের রমরমা ঠেকাতে কোন উদ্যোগ নেয়নি। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতেও ব্যর্থ রাজ্য সরকার।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh