• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন সুড়ঙ্গের সন্ধান

অনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল ২০১৭, ২০:৩৫

বাংলাদেশ ও ভারত সীমান্তে নতুন একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া সীমান্তের কাছে ৮০ ফুট দীর্ঘ এই সুড়ঙ্গের খোঁজ মেলে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্ত অনুসন্ধানের সময় এই সুড়ঙ্গের হদিস পাওয়া যায়।

বিএসএফ বলছে, ধারণা করা হচ্ছে পশু পাচারকারীরাই এই সুড়ঙ্গ তৈরি করেছে। চোরাই পথে পশু পাচারই এর উদ্দেশ্য।

বিএসএফের উপমহাপরিদর্শক দেবী শরণ সিংহ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে একটি চা-বাগানের মধ্যে দিয়ে গোপনে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হচ্ছিল।

তিনি বলেন, এই সুড়ঙ্গের হদিস মেলার পর সীমান্তে বিএসএফ টহল আরও জোরালো করেছে।

গেলো মার্চে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল বিএসএফ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh