• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ার তেলবাহী জাহাজ ছিনতাই

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ১৫:১৩

‘ভির হারমনি’ নামে মালয়েশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটিকে ইন্দোনেশিয়ার জলসীমায় নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্র্যাঙ্কারটিতে ৯ লাখ লিটার ডিজেল ছিল। যার বাজার দর ৪ লাখ ইউএস ডলার।

কারা ট্যাঙ্কারটিকে ছিনতাই করেছে এবং এতে কেউ জিম্মি রয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার ট্যাঙ্কারটি নিখোঁজের সংবাদ জানায় মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)।

এমএমইএ’র বিবৃতিতে জানায়, ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের কাছাকাছি এলাকায় ট্যাঙ্কার ‘ভির হারমনি’র অবস্থান জানা গেছে।

বুধবার হাইজ্যাকের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ট্যাঙ্কারটি সোমবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার তাংজুং ফিলিপাস বন্দর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh