• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মহাকাশে পেগির সঙ্গে কথা বললেন ট্রাম্প (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০১৭, ১৫:০৬

প্রথম আমেরিকান হিসেবে মহাকাশে ৫৩৪ দিন পার করা নভোচারী পেগি ওয়াইটসনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসময় ট্রাম্পের মেয়ে ও সহকারী ইভানকা ট্রাম্প ও নাসার নভোচারী কেট রুবিনস উপস্থিত ছিলেন।

সোমবার স্বদেশী নভোচারী জেফ উইলিয়ামের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন পেগি।

রেকর্ডের পর ৫৭ বছর বয়সী এ নভোচারীকে অভিনন্দন জানাতে ওয়াইট হাউজের নিজ কার্যালয় ওভাল অফিস থেকে স্পেস স্টেশনে কল দেন ট্রাম্প।

এসময় টাম্প বলেন, এটি আমেরিকার মহাশূন্যে যাত্রার ইতিহাসের একটি বিশেষ দিন। এটি অবিশ্বাস্য রেকর্ড।

ট্রাম্প বলেন, বিশ্ববাসীর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই।

গেলো বছরের নভেম্বরে স্পেস স্টেশনে পৌঁছান পেগি। এর আগে ২০০২ এবং ২০০৮ সালে ৬ মাস করে মহাকাশে ছিলেন তিনি।

শুধু তাই নয় চলতি মাসের শুরুতেই প্রথম নারী হিসেবে মহাকাশে সবচে’ বেশি হেঁটে রেকর্ড গড়েন পেগি।

নাসার আরেক নারী নভোচারী সুনি উইলসামের ৭ বারের রেকর্ড ভেঙ্গে পেগি অষ্টমবারের মতো মহাকাশে হেঁটে রেকর্ডটি নিজের দখলে নেন।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh