• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০১৭, ১৩:০৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ চিলি।

প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানিয়েছে দেশটির জাতীয় জরুরি সংস্থা।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পে মাত্রা ছিল ৭ দশমিক ১।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল দেশটির পশ্চিমাংশের ভ্যাল পারাইসো শহরের ৩৮ কিলোমিটার দূরে।

দক্ষিণ আমেরিকার এ দেশটি একটি ভূমিকম্পনপ্রবণ দেশ। ভূমিকম্পপ্রবণ ভূভাগ ‘লাইন অব ফায়ার’ এর অবস্থান এথানে।

২০১৫ সালে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দেশটিতে মারা যায় ১৫ জন।

২০১০ সালে চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে অনুভূত ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়।

চিলিতে ভূমিকম্প ব্যবস্থাপনা শক্তিশালী হওয়ায় অনেক বড় ভূমিকম্পেও হতাহতের সংখ্যা কম হয়।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh