• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাকির নায়েকের বক্তব্য তদন্তের নির্দেশ

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জুলাই ২০১৬, ০৯:৩৬

ভারতীয় বক্তা ড. জাকির নায়েকের বক্তব্য তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির মহারাষ্ট্র সরকার। এরই মধ্যে মুম্বাইয়ে তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়ের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এ নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী বলেন, জাকির নায়েকের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্টগুলো, অর্থের যোগানসহ সব কিছু খতিয়ে দেখা হবে।

ইসলাম প্রচারকারীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তি হলেন জাকির নায়েক। নিজের প্রতিষ্ঠিত পিস টিভিতে তিনি ধর্ম নিয়ে আলোচনা করেন। তার এ বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে বলে অভিযোগ রয়েছে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh