• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চীনে আটক উত্তর কোরীয় নাগরিকের তথ্য চেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

অনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৩৩

গেলো মাসে চীনে আটক করা আট উত্তর কোরীয় নাগরিকের অবস্থান অবিলম্বে জানানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

মানবাধিকার সংস্থাটির আশঙ্কা, উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করলে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হবে।

উত্তর কোরিয়ার এ শরণার্থী দলটিতে অন্তত ৪ জন নারী রয়েছে। তারা মার্চ মাসের মাঝামাঝি সময়ে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনইয়াংয়ে ধরা পড়েন।

সোমবার হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, ‘এখন যদি তাদেরকে জোরপূর্বক উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেয়া হয়, তবে তাদের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’

গেলো নয় মাসে শিশু ও অন্তঃসত্বা নারীসহ ৪০ জনের বেশি উত্তর কোরীয় নাগরিককে আটক করেছে চীন। এদের মধ্যে অন্তত নয় জনকে জোরপূর্বক উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh