• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কৃষ্ণাঙ্গ হত্যায় ট্রাম্পের সমর্থন

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ১২:৫৯

যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে কৃষ্ণাঙ্গ হত্যায় পুলিশের প্রতি সমর্থন জানালেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রাথমিক প্রমাণ দেখে বোঝা যাচ্ছে মিলওয়াকি শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা সমর্থনযোগ্য।

তিনি আরো বলেন, আমাদের আইন মানতে হবে ,না হয় আমরা রাষ্ট্রহীন হয়ে পড়ব।

শনিবার মিলওয়াকিতে সিলভাইল স্মিথ নামে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের দাবি, স্মিথের হাতে একটি পিস্তল ছিল।

স্থানীয় কৃষ্ণাঙ্গরা এর বিরোধিতা করে বলেন, পুলিশ বিকল্প ব্যবস্থা না নিয়ে কৃষ্ণাঙ্গদের সরাসরি গুলি করে হত্যা করছে।

কৃষ্ণাঙ্গ হত্যায় রোববার থেকে শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ও একটি পেট্রোল স্টেশনে অগ্নিসংযোগও করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh