• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফ্রান্সে চলছে প্রেসিডেন্ট নির্বাচন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৭, ১৭:৪৪

ফ্রান্সে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের জন্য এ নির্বাচনের ফলাফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবার জন্য নির্বাচনের প্রথম ধাপে লড়াই করছেন ১১ জন প্রার্থী।

সম্প্রতি শেষ হওয়া পশ্চিমা বিশ্বের অন্যান্য নির্বাচনের মতো এটিও আলোচিত।কারণ এখানেও উদারপন্থী নীতি এবং মূলধারার রাজনীতির প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে।

শীর্ষ প্রার্থীদের মধ্যে উগ্র-বামপন্থী থেকে উগ্র-ডানপন্থী মতবাদের প্রার্থী রয়েছেন।

প্রথম ধাপের ফলাফলে সবচেয়ে এগিয়ে থাকা দুজন প্রার্থীকে নিয়ে ১৫ দিন পর আবারো ভোটাভুটি হবে।

১১ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রেসিডেন্ট হবার সম্ভাবনা আছে বলে ধারণা করা হচ্ছে।

প্রার্থীরা ফ্রান্সে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। ইউরোপ, অভিবাসন এবং ফরাসি পরিচয় নিয়ে তাদের প্রত্যেকের চিন্তা-ভাবনা নাটকীয়ভাবে আলাদা।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh