• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সেলফি তুলতে গিয়ে বাবা মা ও মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ১১:২৬

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে গেল মেয়ে। তাকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেন বাবা ও মা। কিন্তু নদীর স্রোতে ডুবে গেলেন তিনজনই। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি তোলার প্রস্তুতি নেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায় সাফিয়া নামের মেয়েটি। বাঁচাতে মা সাজিয়া আতিফ ঝাপ দেন। কিন্তু স্রোত তাকে টেনে নেয়। মেয়ে ও স্ত্রীকে ডুবে যেতে দেখে তাদের উদ্ধারে ঝাপ দেন আতিফ হুসাইন। কিন্তু তার ভাগ্যেও একই পরিণতি হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আরশাদ খান জানিয়েছেন, মেয়ে ও মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু আতিফ হুসাইন এখনো নিখোঁজ রয়েছেন।

আতিফ হুসাইন ও তার স্ত্রী সাজিয়া আতিফ দুজনই পাঞ্জাবের চিকিৎসক। ছেলেমেয়েদের নিয়ে ছুটি কাটাতে এসেছিলেন। অন্য দুই সন্তান নয় বছর বয়সি এক মেয়ে এবং ছয় বছর বয়সি এক ছেলে তাদের সঙ্গে ছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh