• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র দিয়েছে তুরস্ক : আসাদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ এপ্রিল ২০১৭, ১১:৩৯

সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গিদেরকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করার জন্য তুরস্ককে অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, আঙ্কারাই যে উগ্র সন্ত্রাসীদের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছে সে ব্যাপারে দামেস্ক শতভাগ নিশ্চিত।

শুক্রবার রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেন, শুধু রাসায়নিক অস্ত্র নয় জঙ্গিরা তুরস্কের কাছ থেকে সরাসরি অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা গ্রহণ করছে।

প্রেসিডেন্ট আসাদ বলেন, জঙ্গিদের প্রতি তুরস্কের সহযোগিতা গোপন কোনো বিষয় নয়। এ সংক্রান্ত বহু তথ্য ও দলিল গেলো কয়েক বছরে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তুরস্কের বহু রাজনীতিবিদ ও সংসদ সদস্য তুর্কি সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তুরস্ক ছাড়া দেশের উত্তর দিক থেকে জঙ্গিদের কাছে অর্থ, সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র আসার অন্য কোনো পথ নেই। কাজেই তুরস্কই যে সিরিয়ায় যুদ্ধ জিইয়ে রেখেছে সে ব্যাপারে দামেস্ক শতভাগ নিশ্চিত।

চলতি মাসের গোড়ার দিকে সিরিয়ার ইদলিব প্রদেশে রাসায়নিক হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়। মার্কিন সরকার কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন ছাড়াই ওই হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করে দেশটির একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রেসিডেন্ট আসাদ শুক্রবারের সাক্ষাৎকারে ওই রাসায়নিক হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh