• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পরমাণু চুল্লি চুক্তি করবে ইরান-চীন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ এপ্রিল ২০১৭, ১০:৪২

ইরানের আরাক ভারি পানির পরমাণু চুল্লির নতুন করে নকশা করার জন্য ইরান-চীন বাণিজ্যিক চুক্তি করবে। চলতি সপ্তাহে এ চুক্তি করা হবে।

চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লু কাং বৃহস্পতিবার এ কথা বলেন। চুক্তি সংক্রান্ত প্রাথমিক সমঝোতা হয়েছে এবং রোববার ভিয়েনায় চুক্তি সই হতে পারে বলে জানান তিনি।

ক্যান্সারসহ অন্যান্য চিকিৎসার কাজে ব্যবহার করতে আইসোটোপ তৈরির জন্য আরাকের ৪০ মেগাওয়াট চুল্লি করার উদ্দেশ্য। প্লুটোনিয়াম উৎপাদন সংক্রান্ত বিষয়ের জন্য ইরান পরিকল্পিত এ গবেষণা চুল্লির নকশা আবার প্রণয়ন করতে চাইছে।

জিসিপিওএ নামে ২০১৫ সালে সই করা পরিচিত চূড়ান্ত পরমাণু সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ এ চুক্তি বলেও জানান লু কাং। আরাক প্রকল্পের যৌথ প্রধান চীন এবং আমেরিকা এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, পরিকল্পনা ভাল ভাবেই এগিয়ে চলেছে। চুক্তি সই করার পর আরাক পরমাণু চুল্লির নতুন করে নকশা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh