• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের ঢাকা সফরে আসছেন ভারতীয় সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল ২০১৭, ০৯:১৫

চলতি মাসের প্রথম দিকে বাংলাদেশ সফর শেষ করেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফের ‍আসছে সপ্তাহে তিনি ঢাকা সফরে আসছেন। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা নীতির আওতায় এ সফর হচ্ছে বলে জানা যায়।

টাইমস অব ইন্ডিয়া এক খবরে এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফর করেন বিপিন রাওয়াত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দু’দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও এমওইউ সইয়ের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সেনা প্রধানের এ সফর।

২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই সফরে দু’দেশের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তির আওতায় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ ভারত সফরে দু’দেশের মধ্যে যে নিরাপত্তা সহযোগিতা চুক্তি হয়েছে তার আওতায় বিভিন্ন সামরিক জিনিসপাতি কিনতে বাংলাদেশকে ভারত ৫শ’ মিলিয়ন মার্কিন ডলার লোন দেবে।

বাংলাদেশ গেলো বছর চীন থেকে দু’টি সাবমেরিন কিনেছিল। চীনের অস্ত্রবাজারে হাত দেয়া জন্য প্রতিবেশী দেশগুলো যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিসিলিস, মরিশাস, মিয়ানমার, নেপাল ও বাংলাদেশের বাজার খুঁজছে ভারত।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh