• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়া থেকেও বেশি বিপজ্জনক ইরান : আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ এপ্রিল ২০১৭, ১৯:০৬

পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়ার থেকেও ইরান বেশি বিপজ্জনক। বললেন আমেরিকার পরাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে উত্তর কোরিয়ার মতো একইপথে চলার সম্ভাবনা আছে ইরানের এবং বিশ্বকেও আনতে পারে এর ছায়াতলে।

সন্ত্রাসবাদে সহায়তায় ইরান বিশ্বে নেতৃস্থানে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

টিলারসন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের ভূমিকা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগের বিষয়। সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননের মতো দেশে দ্বন্দ্ব ও মার্কিন স্বার্থ ক্ষুণ্ন করার জন্য দায়ী দেশটি।

এদিকে, কংগ্রেসের স্পিকারের কাছে লেখা চিঠিতে ওবামা প্রশাসনের সঙ্গে ২০১৫ সালে করা চুক্তির সব শর্ত ইরান পুরোপুরি মানছে বলে জানিয়েছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh