• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিশরে গির্জার কাছে গুলিতে পুলিশ নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ এপ্রিল ২০১৭, ১৩:২১

মিশরের দক্ষিণ সিনাইয়ে সেন্ট ক্যাথরিন গির্জার কাছাকাছি নিরাপত্তারক্ষীদের একটি চেকপয়েন্টে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর বিবিসি।

গির্জার প্রবেশমুখ থেকে কয়েকশ’ মিটার দূরে মঙ্গলবারের ওই হামলায় আরো তিন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইসলামিক স্টেট- আইএস জঙ্গি গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেছে।

সিনাই উপত্যকার পাদদেশে অবস্থিত সেন্ট ক্যাথরিন গির্জাটি বিশ্বের অন্যতম প্রাচীন স্থাপনা এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এছাড়া এটি পূর্বাঞ্চলীয় অর্থোডক্স চার্চেরও অংশ।

এ হামলার মাত্র কয়েকদিন আগে মিশরের আরো দুটি বিখ্যাত কপটিক গির্জায় ভয়াবহ হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অন্তত ৪৫ জনের প্রাণহানি হয় বলে জানা গেছে।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh