• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কৃষ্ণাঙ্গের গুলিতে নিহত ৩ শ্বেতাঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ এপ্রিল ২০১৭, ১০:৪০

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে ৩ শ্বেতাঙ্গ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। পুলিশের দাবি এটি বর্ণবাদী হামলা।

এদিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রেসনোর পুলিশ প্রধান জেরি ডায়ার বলেন, ‘মঙ্গলবার কোরি আলী মুহাম্মদ নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি ৯০ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি করেছেন। ’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে বসা শ্বেতাঙ্গদের দিকে গুলি চালাতে শুরু করেন। পরে একটি ইলেকট্রিক্যাল কোম্পানির দিকে গুলি চালালে এক পথচারী নিহত হন। তিনি একাধিকবার ‘হ্যান্ডগান’ রিলোড করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

জেরি ডায়ার আরো জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করার সময় কোরি আলী আল্লাহু আঁকবার বলে চিৎকার করছিলেন। তবে জেরি ডায়ারের দাবি, ‘এটা জঙ্গি হামলা নয়, ঘৃণাজনিত অপরাধ। ’

পুলিশ জানিয়েছে, গেলো সপ্তাহে তিনি এক মোটেলের নিরাপত্তাকর্মীকে হত্যা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই নিরাপত্তাকর্মীও শ্বেতাঙ্গ। ওই সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ ও বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে পুলিশ।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh