• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ ব্রিটেনে আগাম নির্বাচনের ঘোষণা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ এপ্রিল ২০১৭, ১৮:২০

ব্রিটেনে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তেরেসা মে। আসছে ৮ জুন এ নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে বলেও তিনি ব্রিটিশ সংবাদমাধ্যমে জানিয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের সামনে এক ঘোষণায় বলেন, ব্রিটেনের নিশ্চয়তা দরকার। সেইসঙ্গে স্থায়িত্ব এবং শক্তিশালী নেতৃত্ব।

এ নিয়ে বুধবার সংসদে গণভোট হবে। তবে প্রস্তাব পাশের জন্য সংসদের দু’-তৃতীয়াংশ সংসদ সদস্যের সমর্থন লাগবে।

ব্রিটেনের পরবর্তী নির্বাচন ২০২০ সালে হবার কথা। গেলো জুন মাসে ব্রেক্সিট থেকে বেরিয়ে আসার প্রশ্নে ব্রিটেনে গণভোটের পর তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন পদত্যাগ করার পর তেরেসা মে হন প্রধানমন্ত্রী । এ কয়েক মাসে প্রধানমন্ত্রী মে একাধিকবার মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা না করে দেন।

ফলে হঠাৎ এ ঘোষণা অনেককেই অবাক করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থেই এই নির্বাচনের সিদ্ধান্ত।

তিনি আরো বলেন ব্রেক্সিটের পর ব্রিটেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনিচ্ছা সত্বেও তিনি নির্বাচন ডাকছেন।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh