• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডায়ানার মৃত্যু ২০ বছর মেনে নিতে পারেননি হ্যারি

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ এপ্রিল ২০১৭, ১৮:২৩

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক অসুস্থতায় ভুগেছেন ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি।

টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে হ্যারি বলেন, মাত্র ১২ বছর বয়সে মা মারা যাবার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। ২৮ বছর বয়স পর্যন্ত কাউন্সেলিং বা মানসিক সহায়তা দেয়া হয়।

এ ব্যাপারে বড়ভাই উইলিয়াম, মানসিক বিশেষজ্ঞ এবং আত্মীয় স্বজনরা তাকে অনেক সহায়তা করেন বলে জানান প্রিন্স হ্যারি।

৩২ বছর বয়সী প্রিন্স হ্যারি বলেন, বক্সিং আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং এর মাধ্যমেই আমি আমার ভেতরের ক্ষোভকে দমন করতে পেরেছি।

তিনি বলেন, টানা ২০ বছর মাকে ভুলে থাকতে হয়েছে। এরপর টানা দু'বছর ছিল প্রচণ্ড রকম মানসিক বিশৃঙ্খলা। আমি ঠিক বুঝতে পারছিলাম না এমনটা কেন হচ্ছে।

হ্যারি আরও বলেন, শোকাবহ ঘটনাটি আমাকে বেশ ভুগিয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলাও ছিল ঝুঁকিপূর্ণ। ফলে নিজের অনুভুতি নিয়ে কখনো গণমাধ্যমে আসিনি।

১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা ও তার প্রেমিক দোদি আল ফায়েদ।

গেলো কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে উইলিয়ামকে। তবে এই প্রথম মায়ের প্রতি নিজের অনুভূতি শোনালেন হ্যারি।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh