• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে হাসপাতালে বিমান হামলায় নিহত ১১

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১১:৪৫

ইয়েমেনে হাসপাতালে বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। দেশের উত্তরাঞ্চলের একটি হাসপাতালে এ হামলা চালানো হয়। হাসপাতালটি মেডিসিনস সানস ফ্রনটিয়ারস (এমএসএফ) নামক দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এমএসএফের টুইট বার্তায় বলা হয়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নয়জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।

সৌদি জোট এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সহায়তা করছে সৌদি জোট।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, ২০১৫ সালে ইয়েমেনে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪শ` জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশ বেসামরিক নাগরিক। এছাড়া যুদ্ধ ও সংঘাতে ২৫ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।


মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh