• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে গণভোটে জয়টা এরদোয়ানেরই!

অনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল ২০১৭, ১০:১৩

তুরস্কে গণভোটে জয় পেলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির ইতিহাসে রাজনৈতিক পদ্ধতির সবচেয়ে বড় পরিবর্তন। গণভোটে প্রেসিডেন্টের শাসিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বাতিল হয়ে গেল সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি। কড়া প্রতিদ্বন্দ্বিতায় ৫১ দশমিক ৩ শতাংশ ‘হ্যাঁ’ভোট পেয়ে আরো ১২ বছর প্রেসিডেন্টের পদটি পাকা করে নিয়েছেন রিসেপ তায়েপ এরদোগান। এমনটাই দাবি করছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এর ফলে তুরস্কে একনায়কতন্ত্র শক্তিশালী হতে যাচ্ছে, কারণ গণভোটের রায়ে শক্তিশালী এরদোগান প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন অন্তত ২০২৯ সাল পর্যন্ত।

মধ্যরাতে এশিয়া ইউরোপের সীমান্তে মিশে থাকা তুরস্কে প্রবল জন উচ্ছ্বাস দেখা গেছে। নাশকতার আশঙ্কা উড়িয়ে কাতারে কাতারে মানুষ নেমে এসেছেন রাজধানী আঙ্কারা শহরের রাস্তায়। গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলেও জনতার ঢল। এরা সবাই প্রেসিডেন্ট এরদোগানের একেপি দলের সমর্থক। এদিকে বেশকিছু এলাকায় বিরোধীদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

রোববার ইস্তাম্বুলে ভোট দেবার সময় তুর্কি এরদোগান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ককে স্মরণ করেন। পরে তিনি বলেন, এটি কোনো সাধারণ ভোট নয়, তুরস্ককে আরো সমৃদ্ধ করতে আমরা আতাতুর্কের স্বপ্ন পূরণের প্রয়োজনীয়তা অনুভব করছি।

এপি/সি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh