• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন বিশ্বের প্রবীণ ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ এপ্রিল ২০১৭, ০৯:০৬

বিশ্বের সবচে’ প্রবীণ ব্যক্তি আর নেই। ১১৭ বছর বয়সে মারা গেলেন ইতালির এমা মোরানো। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ভার্বানিয়ায় নিজ বাড়িতে মারা যান তিনি।

আট ভাই-বোনের মধ্যে সবার বড় মোরানো। জীবদ্দশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়াও ইতালির ৯০টিরও বেশি সরকারকে দেখেছেন তিনি।

বিয়ে বিরোধী এ নারী ১৯৩৮ সালে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পরে আর কোনো বিয়ে করেননি তিনি।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর পিডমন্ট এলাকায় জন্ম নেয়া মোরানো’র খাদ্যতালিকায় প্রতিদিন তিনটি ডিম থাকতো। যার দু’টি তিনি কাঁচাই খেতেন।

২৭ বছর ধরে মোরানো’র চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক কার্লো বাভা গণমাধ্যমকে জানান, পরে মোরানো একদিনে দু’টি ডিম ও কিছু বিস্কুট খেতেন।

বয়স নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রভিত্তিক জেরোনটোলোজি রিসার্চ গ্রুপের তথ্যমতে, ১৯০০ সালে জন্ম নেয়া জ্যামাইকার ভায়োলেট ব্রাউনই এখন বিশ্বের প্রবীণ ব্যক্তি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বঙ্গবন্ধু প্রবীণ কমপ্লেক্স’ নির্মাণ এখন সময়ের দাবি
নির্মমভাবে ছেলের হাতে খুন প্রবীণ অভিনেত্রী
প্রবীণ ডে-কেয়ার সেন্টার খুলছে সরকার
X
Fresh