• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানি ছাত্রকে পিটিয়ে মারার প্রতিবাদ মালালার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৭, ২১:৫৮

পাকিস্তানের সাংবাদিকতার ছাত্রকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন শান্তির জন্যে নোবেল প্রাপ্ত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাহির।

এক ভিডিও বার্তায় এ প্রতিবাদ জানান তিনি।

মালাল জানান, সারা বিশ্বের কাছে পাকিস্তানের যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে তার জন্যে শুধু দায়ী পাকিস্তানিরাই। আমরা ইসলামোফোবিয়ার কথা বলি। অভিযোগ করি যে সবাই আমাদের ধর্ম এবং আমাদের দেশ সম্পর্কে কটূক্তি করছে।

তিনি আরো বলেন, কিন্তু সত্যি কথা বলতে কী কেউ আমাদের দেশ বা ধর্ম নিয়ে বিরূপ কোনো কথা বলছেন না। সেই কাজটা আমরা নিজেরাই করছি। আমাদের দেশ এবং ধর্ম নিয়ে বাইরের কাউকে খারাপ কথা বলতে হবে না, আমাদের কাজের মাধ্যমে আমরাই আমাদের ধর্ম এবং দেশের বদনাম করছি।

বৃহস্পতিবার গণপিটুনিতে মৃত ছাত্র ২৩ বছরের মাশাল খানের বাবার সঙ্গে কথা বলেছেন মালালা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh