• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানের পার্লামেন্টে নারী অবমাননা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৭, ২২:৫৩

পাকিস্তানের চলমান পার্লামেন্ট জাতীয় অধিবেশনে নারী অবমাননার ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি নেতা খুরশীদ শাহ'র বক্তব্যের সময় ক’জন নারী সদস্য নিজেরা কথা বলাবলি করছিলেন। স্পিকার আয়াজ সাদিক তাদের থামতে বলেন। স্পিকারের কথায় চুপ করেন তারা। তবে ব্যাপারটি থামেনি এখানে।

নিজের বক্তব্যে খুরশীদ শাহ বলেন, তাদের (মেয়েদের) কথা বলতে মানা করবেন না। তারা যদি ক্রমাগত কথা বলতে না পারেন, তারা অসুস্থ হয়ে পড়বেন।

এর প্রতিবাদ স্বরূপ তারই দলের নারী সদস্য নাফিসা শাহ বলেন, পুরুষরা যখন অধিবেশন চলার সময় কথা বলেন, তখন স্পিকার তাদের কিছু বলেন না।

স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি স্পিকারের চেয়ারকে চ্যালেঞ্জ করতে পারেন না।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পিপিপি’র নেতৃত্ব দানকারী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বেনজিরের মেয়ে আসিফা ভুট্টো জারদারি।
টুইট বার্তায় আসিফা লিখেছেন, এ ধরনের ঘটনা অনেকবার ঘটেছে। নারী রাজনীতিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য বেড়েছে। এটা চলতে দেয়া যাবে না।

খুরশীদ শাহ দুঃখ প্রকাশ করবেন বলেও আশা জানান তিনি।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh