• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পেলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ এপ্রিল ২০১৭, ০৯:১৪

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পেলেন সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ২০১৪ সালে মালালাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয় কানাডা। বুধবার দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তা বাস্তবায়ন করেন।

সমাজসেবা ও মানবাধিকারে অবদান রাখার জন্য এ পুরষ্কার দেয় কানাডা সরকার।

২০১৪ সালের ১৬ অক্টোবর দেশটির তখনকার সময়ের প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার মালালাকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সোমবার বর্তমান প্রধানমন্ত্রী ট্রুডো জানান, পাকিস্তানের নারী অধিকার কর্মী মালালা ১২ এপ্রিল কানাডা পৌঁছে পার্লামেন্টে বক্তব্য রাখবেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক কানাডীয় নাগরিকত্ব গ্রহণ করবেন।

বুধবার অটোয়ায় মালালাকে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় অভিবাসন মন্ত্রীসহ অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

নাগরিকত্ব পাওয়ার পর মালালা কানাডার পার্লামেন্টে ১৫ মিনিট বক্তব্য দেন। মালালা ছাড়াও আরো পাঁচ ব্যক্তিকে কানাডা অবৈতনিক নাগরিকত্ব দিয়েছে।

তারা হলেন রাউল ইউলেনবার্গ, নেলসন ম্যান্ডেলা, দালাইলামা, অং সান সু চি এবং আগা খান। এ সম্মানসূচক নাগরিকত্বে পাসপোর্ট পাওয়া বা ভোটাধিকারের কোনো সুযোগ নেই।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh