• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান বাড়াবাড়ি করলে প্রভাব পড়বে সম্পর্কে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৭, ২০:১০

ভারতীয় গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার কুলভুষণ যাদব নামের এক ভারতীয় সামরিক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। এ ঘটনায় পাকিস্তানকে সতর্ক করেছে ভারত।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বললেন, ‘আমি পাকিস্তানকে বলতে চাই, তারা যদি আরো বাড়াবাড়ি করে, তাহলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়বে।’

গেলো বছরের ৩ মার্চ কুলভুষণকে ইরান থেকে প্রবেশের পর ‘গ্রেপ্তার করে’পাক নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে পাকিস্তানে নাশকতার ছক তৈরির অভিযোগ আনা হয়। কুলভুষণ ভারতীয় নৌবাহিনীর অবসর নেয়া অফিসার, এটা মেনে নিয়েও তার সঙ্গে ভারত সরকারের সঙ্গে কোনো যোগসাজশ থাকার কথা অস্বীকার করেছে নয়াদিল্লি। পাকিস্তানের দাবি কুলভুষণ ভারতীয় নৌবাহিনীর অন ডিউটি অফিসার।

মঙ্গলবার সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের অবস্থান সুস্পষ্ট। কুলভুষান যাদব যে অন্যায় করেছে তার কোনো প্রমাণ নেই। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর প্রচেষ্টা।’

এপি/ সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh