• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাওধা’র কাশ্মিরি বান্ধবীর বিরুদ্ধে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৭, ১৯:২৬

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী মালদ্বীপের মডেল রাওধা আতিফকে হত্যার অভিযোগে তার কাশ্মিরি বান্ধবী মোসাঃ সিরাত পারভীন মাহামুদকে আসামি করে মামলা করেছেন তার বাবা ডা. মোহাম্মদ আতিফ।

সোমবার দুপুরে মোহাম্মদ আতিফ রাজশাহী মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালতে মামলা করেন বলে জানিয়েছেন তার আইনজীবী কামরুল মনির।

সিরাত পারভীন রাজশাহী ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

কামরুল মনির জানান, রাওধার বাবা মোহাম্মদ আতিফ একজন ডাক্তার। রাওধার গলার চিহ্ন দেখে তিনি মনে করছেন এটি কোনো আত্মহত্যা নয়। সিরাত পারভীন ক’দিন আগেও জুসের মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য খাওয়ালে রাওধা অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরো জানান, সিরাত পারভীন প্রথম রাওধাকে ফ্যানে ঝুলে থাকতে দেখেন। ঝুলন্ত অবস্থা থেকে মুক্ত করেনও তিনি।

গেলো ২৯ মার্চ কলেজ ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর রুমে গলায় ওড়না পেচানো অবস্থায় রাওধার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। বিদেশি কোটায় ভর্তির পর গেলো বছরের ১৪ জানুয়ারি হোস্টেলের দ্বিতীয় তলার ওই রুমে উঠেছিলেন রাওধা। ওই ব্লকে আরো ছয় জন বিদেশি শিক্ষার্থী থাকেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh