• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মিশরে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৭, ১১:৩৯

মিশরে কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় আলাদা বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন। আহত হয়েছে প্রায় দেড় শতাধিক।

রোববার বিস্ফোরণের দুটির মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা।

বোমা হামলার ঘটনায় মিশরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ৩ মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

রোববার প্রথমে টানটা শহরের সেন্ট গিরগিস কপটিক গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়। অপর বিস্ফোরণের ঘটনা ঘটে আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্কস কপটিক গির্জায়। সেখানে ১৮ জনের প্রাণহানি ঘটে।

তবে আলেকজান্দ্রিয়ার হামলা ছিল আত্মঘাতী। হামলাকারীকে থামাতে গিয়ে দুজন পুলিশ কর্মকর্তা ও একজন নারী পুলিশও নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট-আইএস সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে।

আসছে ১৬ এপ্রিল খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। এ উপলক্ষে দেশটিতে এ সপ্তাহেই পোপ ফ্রান্সিসের সফরে আসার কথা রয়েছে। তার মাত্র এক সপ্তাহ আগেই এ হামলা হলো। এ হামলার তিনি নিন্দাও জানিয়েছেন।

মিশরের মোট জনসংখ্যার ১০ শতাংশ খ্রিস্টান। গেলো বছরের ডিসেম্বর মাসের দেশটির সবচে’ বড় কপটিক চার্চে হামলায় ২৫ জন নিহত হয়। ওই ঘটনায় ৪৯ জন আহত হয়। এদের মধ্যে বেশির ভাগ ছিল শিশু ও নারী।

ওয়াই/ সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
ইরানের পারমাণবিক চুল্লিতে হামলা চালাতে পারে ইসরায়েল
যেখানে সালমানের বাড়িতে হামলার ছক আঁকে দুর্বৃত্তরা
ইরানের হামলার পর যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল
X
Fresh