• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সবচে’ প্রাচীন বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৭, ১১:২৪

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, বিশ্বের সবচে’ প্রাচীন বিশ্ববিদ্যালয় মরক্কোর ফেজ শহরে অবস্থিত।

আল-কারাওনি নামের বিশ্ববিদ্যালয়টি ৮৫৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তখনকার প্রভাবশালী নারী ফাতিমা আল-ফিহ্‌রী। বিশ্ববিদ্যালয়টির পাশাপাশি মসজিদ ও মাদরাসাও প্রতিষ্ঠা করেন এ আরব নারী।

১৩৫৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাওয়া পাণ্ডুলিপি, পুঁথিগুলো ইসলামের ইতিহাসে প্রাচীনতম। এগুলোর মধ্যে অন্যতম নবম শতাব্দীর কুরআন শরিফ, দশম শতাব্দীর হযরত মুহাম্মদ (সা.) এর বিভিন্ন নথি। এছাড়া বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা বিষয়ক বেশ কয়েকটি বই পাওয়া যায় এ লাইব্রেরিতে।

প্রজন্ম থেকে প্রজন্ম ধরে লাইব্রেরির তত্ত্বাবধায়করা তালা বন্ধ করে অমূল্য সম্পদগুলো রক্ষা করেছেন। আর চাবি দিয়েছেন পরবর্তী প্রজন্মের কাছে।

অনেক যুদ্ধ এসেছে, সঙ্গে উপনিবেশ স্থাপনকারীরাও। তবুও আল-কারাওনির লাইব্রেরির নথিগুলো যেমন ছিল, তেমনি আছে।

বিভিন্ন সময় বৃষ্টির কারণে লাইব্রেরিতে পানি প্রবেশ করে। এতে ভবনটি ক্ষতিগ্রস্থ হয়। বিভিন্ন সময় ভবন সংস্কারের মাধ্যমে লাইব্রেরির নথিপত্র সংরক্ষিত হয়।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় স্থপতি আজিজা চাউনিকে দিয়ে লাইব্রেরির বড় ধরনের সংস্কার কাজ করায়।

তিনি বলেন, সংস্কার কাজ করার সময় আমরা অনেক চমৎকার বিষয় দেখেছি।

সংস্কারের সময় কিছু আধুনিক ছোঁয়া দেয়া হয় লাইব্রেরিতে। করা হয় হিটার, এয়ারকন্ডিশন ও লাইটের ব্যবস্থা। বিশেষ করে অমূল্য নথিগুলো রক্ষার্থে লাইব্রেরির বেজমেন্টে হাই-টেক পরীক্ষাগার তৈরি করা হয়।

পরে লাইব্রেরি কর্তৃপক্ষ নথিগুলোকে স্ক্যান করে পরবর্তী প্রজন্মের জন্য ডিস্কে রাখার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত নয়। তবে পরবর্তী পাঁচ বছরের মধ্যে খোলা হবে কি না এ বিষয়টিও নিশ্চিত নয়।

ফেজ শহরের বাসিন্দাদের দাবি, লাইব্রেরিটি খুলে দেয়া হোক। যেনো সংস্কৃতি চর্চার অন্যতম এ জ্ঞানভাণ্ডারের মাধ্যমে বিশ্ববাসী অনেক কিছু জানতে পারে।

ওয়াই/

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh