• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় ফের হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৭, ০৯:২০

সিরিয়ায় ফের হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন কংগ্রেসের কাছে লেখা চিঠিতে এ হুমকি দেন তিনি।

কংগ্রেস স্পিকার পল রায়ানের কাছে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, মার্কিন স্বার্থ রক্ষার দরকারে ফের সিরিয়ায় হামলা চালানো হতে পারে। চিঠিতে শুক্রবারের হামলার বিস্তারিত বিবরণও দেন মার্কিন ধনকুবের।

ভূমধ্যসাগরের যুদ্ধজাহাজগুলো থেকে ট্রাম্পেরই নির্দেশে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানানো হয়। এ ঘটনায় চাপা পড়ে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর।

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়ার পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও ইরান। এ হামলাকে স্বাধীন, সার্বভৌম দেশে আগ্রাসন উল্লেখ করে সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে উভয় দেশ।

হামলার প্রতিক্রিয়ায় ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে ফ্রিগেট অ্যাডমিরাল গ্রিগোভিচের নামে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh