• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হামলার আগে রাশিয়াকে জানিয়েছিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০১৭, ১৮:১১

পূর্ব-ভূমধ্যসাগরের একটি নৌঘাঁটি থেকে স্থানীয় সময় চারটা ৪০ মিনিটে সিরিয়ার শায়ারাত বিমান ঘাঁটি লক্ষ্য করে ৫৯টি টমাহ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি রাশিয়াকে জানানো হয়েছিল বলে দাবি করেছে পেন্টাগন।

শুক্রবার প্রকাশিত আলজাজিরা একটি খবরে পেন্টাগনের এ দাবির কথা উল্লেখ করা হয়েছে।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বললেন ভিন্ন কথা। তিনি বললেন, ওয়াশিংটন মস্কোর অনুমতির প্রয়োজন বোধ করে না।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ হামলার প্রতিক্রিয়ায় সিরিয়াতে নিরাপদে বিমান চলাচল ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সমঝোতা স্মারক স্থগিত করা হলো।

রাশিয়ার আইনসভার উচ্চকক্ষের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রধান ভিক্টর ওজেরভের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ বলেছে, এ হামলার প্রতিবাদে অচিরেই নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানাবে রাশিয়া।

আমেরিকার এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে সিরিয়ার আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, সকালের হামলায় অন্তত ৬ জন মারা গেছে।

সিরিয়ার গভর্নর তালাল বারাজি বলেছেন, হতাহতের সংখ্যা অনেক। এখনো আমরা তার প্রকৃত সংখ্যা বলতে পারছি না।

তথাকথিত ইসলামিক স্টেটকে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছে বলা হলেও, ঘাঁটিটি সিরিয়ার বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত হতো বলে উল্লেখ করেন তিনি।

কে/ এএইচসি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh