• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারত-চীন উত্তেজনা, দলাই লামার অরুণাচল সফর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ এপ্রিল ২০১৭, ০৮:৪৮

দলাই লামার অরুণাচল সফরকে ঘিরে করে ভারত-চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যেই এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে বেজিং।

নয়াদিল্লির আশঙ্কা এ বিষয় নিয়ে পরে আরো আক্রমণাত্মক হবে চীন।

চীনের কড়া অবস্থানের প্রেক্ষিত ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল ওয়াগলে বলেন, “ভারত বিভিন্ন সময়েই জানিয়েছে, দলাই লামা সম্মানীয় ধর্মীয় নেতা। ভারতের বিভিন্ন রাজ্যে তার যাওয়া নিয়ে এবং তার আধ্যাত্মিক কাজকর্ম নিয়ে বাড়তি রং চড়ানো উচিত নয়। কোনো কৃত্রিম বিতর্ক যাতে তার সফরকে ঘিরে না তৈরি হয়, চীনের প্রতি সেই আবেদন আমার।”

দলাই লামার সঙ্গী হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজুর থাকাটাকেও অন্যচোখে চোখে দেখছে বেজিং।

চীনা দূতাবাস সূত্রে জানা যায়, দলাই লামার কার্যকলাপ যে পুরোপুরি আধ্যাত্মিক নয়, সেটা বোঝা যাচ্ছে রিজিজু তার দোসর হওয়া দেখেই। বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh