• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সেন্ট পিটার্সবার্গেই ছিলেন পুতিন

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৭, ২১:৫৮

রাশিয়ায় পাতাল রেল স্টেশনে বিস্ফোরণের সময় সেন্ট পিটার্সবার্গেই অবস্থান করছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ঘটনার পর পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে জানান, সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্টের সাথে মিটিং করার কথা ছিল পুতিনের। ঘটনার সময় পুতিন এ শহরেই ছিলেন।

এ ঘটনার পর বিবৃতিতে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমি এরই মধ্যে স্পেশাল সার্ভিসের প্রধানদের সঙ্গে কথা বলেছি। বিস্ফোরণের কারণ জানতে তারা কাজ করে যাচ্ছে। কারণটা কি সেটা স্পষ্ট নয়। আমরা সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখবো। সন্ত্রাসবাদ থেকে শুরু করে সাধারণ অপরাধ সবগুলোই দেখা হবে।’

এর আগে শহরটির গভর্নরের প্রেস সার্ভিসের প্রধান আন্দ্রে কিভিতোভ তার টুইটারে জানান, বিস্ফোরণে ১০ চর নিহহ ও আহত হয়েছে আরও ৫০ জন যাত্রী।

মেট্রো রেলের কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, সেন্ট পিটার্সবার্গের সকল মেট্রো স্টেশনগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তদন্ত চলাকালে পলকভো আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার রাশিয়ার অন্যতম বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গের এ হামলা আগের দিন 'রাশিয়াকে জ্বালিয়ে দেয়া হবে' বলে হুমকি দেয় ইসলামিক স্টেট (আইএস)। দাবি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা এক্সপ্রেসের।

এপি/ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh