• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাশিয়ায় পাতাল রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৭, ১৯:১০

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মেট্রো স্টেশন ও সেনিয়া প্লোসচাদ স্টেশন। এতে নিহত হয়েছেন ১০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

সোমবার এ বিস্ফোরণের খবর প্রকাশ করে রাশিয়া ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে এটি হামলা কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহার করা হয়েছিল একটি শক্তিশালী আইইডি। ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা পৌঁছেছেন। শুরু হয়েছে তল্লাশি অভিযান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এক বিবৃতিতে জানিয়েছেন, এ বিস্ফোরণের বিষয়ে রাষ্ট্রপ্রধানকে অবগত করা হয়েছে। পুতিন নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

সোমবার সকালেই পুতিন সেন্ট পিটার্সবার্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু হামলার সময় তিনি সে শহরে ছিলেন কিনা তা জানা যায়নি।

২০১০ সালে মস্কোয় মেট্রো ট্রেনে দু’ নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হন।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh