• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯০

অনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট ২০১৬, ১০:৩৮

সিরিয়ায় যৌথ বিমান হামলায় অন্তত ৯০ জন মারা গেছে। আহত অনেক। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রাতে আলেপ্পো ও এর আশেপাশের শহরে এ হামলা চালানো হয়।

নিহতদের অনেকেই আলেপ্পো শহরের বাসিন্দা। এ শহরে প্রায় তিন লাখ মানুষবন্দি।

সিরিয়া সরকার এবং রাশিয়ার যৌথ বাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে এ হামালা চালায়। এতে অনেক বেসমরিক লোক নিহত হন বলে জানা গেছে।

সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, সিরীয় বাহিনীর অভিযানে আলেপ্পো শহরের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া সরকার বাহিনীর গোলাবর্ষণে পশ্চিমাঞ্চলীয় এলাকায় নয় বেসামরিক নিহত হয়েছে।

আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় শহরে সিরীয় ও রুশ বাহিনীর যৌথ অভিযানে আরো ২৭ জন নিহত হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh