• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে নোবেল নিলেন ডিলান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০১৭, ০৯:৫৮

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাহিত্যে নোবেল পুরস্কার নিলেন বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলান।

সুইডেনের রাজধানী স্টকহোমে রুদ্ধদ্বার অনুষ্ঠানে তিনি এ পুরস্কার নেন।

সুইডেনের গণমাধ্যমের বরাত দিয়ে রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ডিলানের পুরস্কার নেয়া অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সাহিত্যে নোবেল বিজয়ী মনোনীত করে থাকে সুইডিশ একাডেমি। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথা ও ঐতিহ্য অনুযায়ী; সাহিত্যে নোবেল নেয়ার অনুষ্ঠানে সরাসরি বক্তৃতা দেবেন না ডিলান। পরবর্তী কোনো সময়ে তিনি রেকর্ড করা বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে। তবে জুনের মধ্যে বক্তৃতা না দিলে তার পুরস্কার বাজেয়াপ্ত করা হবে।

সুইডিশ একাডেমির এক কর্মকর্তা জানান, সংক্ষিপ্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠান হয়েছে। ৭৫ বছরের ডিলান চমৎকার ও দয়ালু মানুষ।

নোবেল পুরস্কার নেয়ার পর স্টকহোমে কনসার্ট করার কথা তার।

বিশ্বে প্রথম গায়ক হিসেবে সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান। তবে তার নোবেল পুরস্কার নিয়ে বহু নাটক হয়েছে। প্রথমে তা নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি।

পরে অবশ্য ডিলান বলেন, নোবেল পাওয়ার খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। তাই এতোদিন নীরব ছিলাম।

গেলো বছর ডিসেম্বরে স্টকহোমে নোবেল পুরস্কার অনুষ্ঠানেও যাননি বব ডিলান। সেই অনুষ্ঠানের ৩ মাসের বেশি সময় পর এ পুরস্কার নিলেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh