• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

প্যারাগুয়ে কংগ্রেস ভবন পোড়ালো বিক্ষোভকারীরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৭, ১৫:৪৮

প্যারাগুয়ের কংগ্রেসে হামলা চালিয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

প্রেসিডেন্ট হোরাসিও কার্তেসকে ফের নির্বাচন করার সুযোগ দেয়ার জন্য সংবিধান সংশোধনে সিনেটে গোপন ভোটাভুটির পর এই হামলা হয়।

শুক্রবার রাজধানী অসানসিয়নে ওই ঘটনার সময় বিক্ষোভকারীরা কংগ্রেসের জানালাগুলো ভেঙে ফেলে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তারা টায়ার জ্বালিয়ে কংগ্রেস ভবনের চারপাশের বেড়া উপড়ে ফেলে।

দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের প্রতিরোধের চেষ্টা করে।

এ ঘটনায় বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও পুলিশ আহত হন। টুইটারে দেয়া বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট কার্তেস।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh