• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চলন্ত বাগান (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ মার্চ ২০১৭, ১৯:৩৪

সবুজ বাগান। তাও আবার চলন্ত পাবলিক বাসের ছাদে। এমন দৃশ্য চোখে পড়বে স্পেনের জিরোনা শহরে বেড়াতে আসা পর্যটকদের চোখে।

এ ধারণাটি সবার সামনে নিয়ে আসেন প্রকৃতিপ্রেমী শিল্পী মার্ক গ্রেনন । মার্ক প্রকল্পটির নাম দেন ‘ফাইটোকানেটিক’।

যার লক্ষ্যই শহুরে বাতাসকে প্রাকৃতিক সবুজের মাধ্যমে বিশুদ্ধকরণ।

এ পদ্ধতিটিতে মাটির বদলে ৭ সেন্টিমিটার পুরু হাইড্রোপনিক ফোম ব্যবহার করা হয়, যা পানির আর্দ্রতা ধরে রাখে। আবার অতিরিক্ত বৃষ্টিতে ভারিও হয়ে যায় না। তারপর শহরের আবহাওয়ার সঙ্গে মিল রেখে এতে বপন করা হয় ছোট ছোট তৃণজাতীয় গাছ। কিংবা চাইলে তৈরি করা যায় ছোট একটি সবজির বাগানও।

আরেকটি মজার ব্যাপার হচ্ছে, গাছে পানি দেয়ার জন্য এর ছাদে বসানো শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের কম্প্রেসারটিই যথেষ্ট।

এ নিয়ে মার্ক বলেন, উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য শহুরে সবুজ অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। যা বাসিন্দাদের শ্বাস-প্রশ্বাসের জন্য বাতাসকে পরিশোধিত করে দেয়।

তিনি আরো বলেন, ‘বাগান করার জন্য একটি শহুরে নতুন যায়গা খুঁজে পাওয়া কঠিন। তাই শহরের ভেতরেই যে জায়গাগুলো আছে, তা ব্যবহার করতে পারি। যেমন শহরের গণপরিবহনগুলোর ছাদ।’

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh