• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নোবেল পুরস্কার নিচ্ছেন বব ডিলান

অনলাইন ডেস্ক
  ২৯ মার্চ ২০১৭, ২০:১৬

নোবেল পুরস্কার নিচ্ছেন মিউজিক আইকন বব ডিলান।

আসছে রোববার স্টকহোমে সুইডিশ একাডেমি থেকে এ পুরস্কার গ্রহণ করবেন তিনি। বুধবার এ ঘোষণা দেয়া হয়।

সুইডিশ একাডেমির স্থায়ী সম্পাদক সারা দানিউস এক ব্লগ পোস্টে এ থ্য জানান।

তিনি লিখেছেন, সুইডিশ একাডেমি ও বব ডিলান এ সপ্তাহান্তে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এ বৈঠকে একাডেমি ডিলানের নোবেল ডিপ্লোমা ও নোবেল পুরস্কার হস্তান্তর করবে।

এই মার্কিন গায়ক গেলো বছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার বিজয়ী হন, কিন্তু পুরস্কার নিতে যাননি।

এমনকি নোবেলের ৯ লাখ ১০ হাজার ডলারের সমান অর্থমূল্য নেয়ার জন্য যে বক্তৃতাটি দিতে হয় সেটিও দেননি তিনি। অবশ্য নোবেল প্রত্যাখ্যানও করেননি ডিলান।

তবে আশা করা হচ্ছে তিনি একটি রেকর্ড করা নোবেল বক্তৃতা পাঠিয়ে দেবেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh