• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উভচর বাস (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ মার্চ ২০১৭, ১২:১৬

অ্যাম্ফিবিয়াস (উভচর বাস) বাস। রাস্তায় ও পানিতে চলে সমানভাবে এ অ্যাম্ফিবিয়াস বাস ।

রাস্তায় চলার জন্য গাড়ির আছে একটি ইঞ্জিন৷ আর পানির জন্য আছে আরও দু’টি৷

পানিতে নামার সময় বাসের চাকা একটু উপরে উঠিয়ে নেয়া হয়৷

জার্মানির হামবুর্গে বাণিজ্যিকভাবে এরকম একটি বাস চালুর প্রক্রিয়া শুরু হয় বছর চারেক আগে কিন্তু গেলো বছর মার্চ থেকে এ বাস চলাচল করছে৷

এরইমধ্যে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাম্ফিবিয়াস বাস৷

বাসটি ৩৬ জন যাত্রী বহন করতে পারে৷ চালক ছাড়াও বাসে আরও দু’জন ক্রু থাকেন৷

হাঙ্গেরির বুডাপেস্টে বাসটি তৈরি করা হয়৷ সেখানে ছয় বছর আগেই এরকম সেবা চালু হয়েছে৷

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh