• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘ডেবি’র আঘাতে লণ্ডভণ্ড কুইন্সল্যান্ড, বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০১৭, ১১:৩৯

ঘূর্ণিঝড় ডেবির আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। উপকূলের অন্তত ১৩শ’ কিলোমিটার এলাকায় ঝড়ের কারনে নষ্ট হয়ে গেছে হাজার হাজার ঘড়বাড়ি। এ পর্যন্ত একজনের নিহত হবার খবর পাওয়া গেছে।

ঝড়ের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা। এমনটাই জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ঘূর্নিঝড় পরবর্তী বন্যার আশংকা করছেন স্থানীয় আবহাওয়া কর্মকর্তারা।

পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ঘণ্টায় ২৬৩ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ডেবি’। এতে প্রায় ২৫ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এর আগে অস্ট্রেলীয় সরকার ও আবহাওয়া বিভাগের পক্ষ থেকে ধেয়ে আসা এই ঝড়ের ব্যাপারে সতর্কতা জারি করা হয়।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh