• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের গণভোটের পক্ষে স্কটল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০১৭, ১০:১১

যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পেতে দ্বিতীয়বারের মতো গণভোটের পক্ষে সমর্থন জানালো স্কটল্যান্ড পার্লামেন্ট।

মঙ্গলবার গণভোটের জন্য স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জনের প্রস্তাবটি ৬৯-৫৯ ভোটে বিজয়ী হলে আবার স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের পথ সুগম হলো।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগেই বলেছেন, ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হবার আগ পর্যন্ত তিনি গণভোটের আয়োজনকে ঠেকিয়ে দেবেন। বুধবার এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার কথা রয়েছে তার।

নিকোলা স্টার্জন তার গণভোটের প্রস্তাবে বলেন, ২০১৮ সালের শেষে বা ২০১৯ সালের শুরুর দিকে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করা যেতে পারে। তবে গণভোট আয়োজনের সময় আলোচনাসাপেক্ষে হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

সোমবার নিকোলা স্টার্জনের সঙ্গে থেরেসা মে’র বৈঠকের আগে গেলো সোমবার গ্লাসগোতে স্টার্জনের সঙ্গে দেখা করেন থেরেসা মে। ওই সময় তিনি বলেছিলেন, এখন গণভোটের সময় নয়। এখন আমাদের গোটা যুক্তরাজ্যের জন্য বেক্সিটের সুফল নিশ্চিত করার বিষয়ে মনোযোগী হওয়া উচিত।

এপি/এফএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh